প্রকাশিত: Sat, Dec 9, 2023 6:56 PM আপডেট: Sat, Dec 6, 2025 4:12 PM
[১] রূপগঞ্জে অন্তঃসত্তা নারীকে নির্যাতন করলো সন্ত্রাসীরা
মোশতাক আহমেদ শাওন : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া আক্তার নামে ৮ মাসের অন্তঃসত্তা নারীকে বেধড়ক পিটিয়ে নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা।
[৩] এ ঘটনায় শনিবার সকালে অন্তঃসত্তা গৃহবধূর শশুর আওলাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
[৪] এরআগে শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চনপাড়ার নতুন ডন সন্ত্রাসী শমসেরের নেতৃত্বে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
[৫] আওলাদ হোসেন জানান, চনপাড়ার এলাকার শমসের আলী চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে পরিচিত। শমসের আলীর সঙ্গে আওলাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
[৬] এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে শমসের ওরফে ডাকু শমসেরের নেতৃত্বে আলী, হেলাল, আপন, মিনারা, শাহাবুদ্দিনসহ
অজ্ঞাত ১০/১২ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওলাদ হোসেনের বাড়িঘরে হামলা ভাংচুর চালাতে থাকে।
[৭] এ সময় আওলাদের ছেলের স্ত্রী ৮ মাসের অন্তসত্তা সুমাইয়া আক্তার ভাংচুরে বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে এলোপাথারিভাবে
পিটিয়ে অমানুষিক নির্যাতন চালায়।
[৮] এতে আওলাদের স্ত্রী সেলিনা বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে বাড়িঘর ভাংচুর করে নগদ ২৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
[৯] এ ব্যাপারে অভিযুক্ত শমসের বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।
[১০] এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, এ ধরনের একটিরঅভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।